1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

গাজীপুরে বিদেশি অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১৩ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনটি বিদেশি পিস্তল ও রিভলবারসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া গ্রামের মৃত লৈমুদ্দিনের ছেলে মো. বাদশা প্রমানিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মো. রাশেদুল (৪২)।

পুলিশের উপ-কমিশনার আবু তোরাব বলেন, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লোহাকৈর এলাকায় একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, ৩টি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি জব্দ করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান বলেন, গ্রেপ্তার মনিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি, বাদশা প্রমাণিকের নামে তিনটি ও আল আমিনের নামে দুটি মামলা রয়েছে। তারা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন এবং কাশিমপুর থানার ওসি তদন্ত মো. মহিউদ্দিন প্রমুখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ