কালীগঞ্জ প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে আগুনে ১৮টি টিনশেড ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের কয়েস মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাড়ির মালিক কয়েস মিয়া বলেন, ২৪টি টিনশেড ঘর তৈরি করে তা স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৮টি আগুনে পুড়ে গেছে। আগুন লাগার সময় শ্রমিকরা কাজে থাকায় ঘরে থাকা সব মালামাল পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।