ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সালেহা বেগম (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত আব্দুর রহিমকে (৭৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সম্পদ বণ্টন নিয়ে মেয়ে রোকেয়ার (৩৮) সঙ্গে কথা-কাটাকাটি হয় আব্দুর রহিমের। একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন তিনি। সে সময় হাতের কাছে থাকা ছুড়ি দিয়ে মেয়েকে আঘাতের চেষ্টা করেন।
মেয়েকে বাঁচাতে মা সালেহা বেগম সামনে এসে দাঁড়ান। আব্দুর রহিমের ছুরিকাঘাতে মা-মেয়ে দুজনই গুরুতর জখম হন। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নেওয়ার পথে সালেহা বেগম মারা যান।
কসবা থানার ওসি মোহাম্মদ রাজু আহমেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুর রহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।