1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
হেডলাইন :
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখা উদ্বোধন প্রিমিয়ার ব্যাংকের ঢাকা ইপিজেড শাখা এখন নতুন ঠিকানায় বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা

দংশনের পরে রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৭ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি : ধান খেতে কাজ করার সময় বিষধর সাপ রাসেল ভাইপার দংশন করেছিল কৃষক হেফজুল আলীকে (৪৫)। হেফজুল ওই সাপকে পিটিয়ে মেরে মৃত সাপ নিয়ে চলে গিয়েছেন হাসপাতালে।

শুক্রবার (৩১ মে) সকাল ১০টার দিকে এলাকার একটি কৃষি জমিতে ধান কাটার সময় কৃষক হেফজুলকে রাসেল ভাইপার দংশন করে। সাপটিকে মেরে ফেলার পর হেফজুল প্রথমে গিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১১টার দিকে তিনি মৃত সাপটিসহ রামেক হাসপাতালে আসেন। হেফজুল রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের জসিম প্রামাণিকের ছেলে।

হাসপাতালে আসার পর তিনি নিজেই কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন ১৬ নম্বর ওয়ার্ডে। আর তার এই দুঃসাহসিক কাণ্ড দেখে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকেই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

আহত কৃষক হেফজুল জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ধান খেতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যান। কিন্তু সেখান থেকে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যালে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি রামেক হাসপাতালে এসে ভর্তি হন। তার ধারণা চিকিৎসকরা সাপ দেখলে দ্রুত সঠিক ওষুধ (এন্টিভেনম) দিতে পারবেন। তাতে তার সঠিক চিকিৎসা হবে এমন আশায় সাপটি সাথে নিয়ে এসেছেন।

হাসপাতালের চিকিৎসকরা হেফজুলকে জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে ভালো। অনেকেই সাপ দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান; তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন। এটি তার সঠিক সিদ্ধান্ত ছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ