1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
হেডলাইন :
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখা উদ্বোধন প্রিমিয়ার ব্যাংকের ঢাকা ইপিজেড শাখা এখন নতুন ঠিকানায় বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা

নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকবে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক : আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হতে পারে। অর্থাৎ, চলতি ২০২৩-২৪ অর্থবছরের মত করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা প্রস্তাব করা হবে। এ বিষয়ে বৃহস্পতিবার (৬ জুন) নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বাজেট বক্তৃতায় ঘোষণা দেবেন বলে জানা গেছে।

অর্থমন্ত্রী নতুন বাজেট উপস্থাপনায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য আয়কর সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপনকালে এ বিষয়টি জাতীয় সংসদে উপস্থাপন করবেন।

বর্তমানে ব্যক্তিগত করদাতাদের জন্য করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা ২০০৯-১০ অর্থবছরে ছিল ১ লাখ ৬৫ হাজার টাকা, যা ধাপে ধাপে বাড়িয়ে ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। নারী, প্রবীণ নাগরিক, শারীরিকভাবে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের সদস্য এবং গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা আরও বেশি। এতে করে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের করভার লাঘবের ফলে জীবনযাত্রায় কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরে এসেছে এবং করদাতারা নিয়মিতভাবে কর পরিশোধে উৎসাহিত হয়েছেন বলে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উল্লেখ করবেন।

তিনি ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যমান স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার প্রস্তাব করবেন। একই সঙ্গে স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য করধাপ সমন্বয়পূর্বক বিদ্যমান সর্বোচ্চ করহার ২৫ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হবে।

স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য করধাপ ও করহার নির্ধারণ করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। বর্তমানে করধাপ ৩ লাখ ৫০ হাজার টাকার করহার শূন্যকর নতুন অর্থ বছরেও তা অপরিবর্তিত রাখা হবে। পরবর্তী এক লাখ টাকার ওপর বর্তমানে ৫ শতাংশ কর রয়েছে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরেও তা ৫ শতাংশ থাকছে। এ ছাড়া পরবর্তী ৩ লাখ টাকার ওপরে আয়ে ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা আয়ের ওপর ১৫ এবং পরবর্তী ৫ লাখ টাকা আয়ের ওপর ২০ শতাংশ আয়কর অপরিবর্তিত থাকছে। অবশিষ্ট টাকার ওপর ২৫ শতাংশ ও পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট টাকার ওপর ৩০ শতাংশ আয়কর দিতে হবে।

২০২৩-২৪ অর্থবছর সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। তা ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে অপরিবর্তিত থাকবে। ২০২৩-২৪ অর্থবছর মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা তা ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে অপরিবর্তিত থাকবে। চলতি অর্থবছর প্রতিবন্ধী ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা। সেটিও ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে অপরিবর্তিত থাকবে। এ ছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সালে অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হবে। তৃতীয় লিঙ্গ করদাতা ৪ লাখ ৭৫ হাজার টাকা তা অপরিবর্তিত থাকবে। কোনও প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০ হাজার টাকা বেশি প্রস্তাব করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ