1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

  • আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬২ বার দেখা হয়েছে
bb-1-1-600x337

জ্যেষ্ঠ প্রতিবেদক : নতুন সময়সূচি অনুযায়ী ঈদের পর থেকে অর্থাৎ আগামী ১৯ জুন থেকে ব্যাংকে লেনদেন ও অফিস কার্যক্রম শুরু হবে। সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলেয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৯ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর অফিস খোলা থাকবে বা অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশন না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ