1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

অটোবাইকের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস, কলেজছাত্রীর মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯৫ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অহনা চৌধুরী মোহনা (১৮) নামে কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলাশহরের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহনা পৌরশহরের শিমুলবাগ এলাকার রাসেল মুন্সীর মেয়ে। তার এবার এইএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শহরের চৌরাস্তা এলাকার রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ