1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

খালে মাইক্রোবাস: নিহতদের ৭ জন একই পরিবারের

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৫৯ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত নয় জনের মধ্যে সাত জনই মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া গ্রামের একই পরিবারের সদস্য।

শনিবার (২২ জুন) দুপুরে আমতলী উপজেলার হলদিয়া-চাওড়া সড়কে হলদিয়া খালের ওপরে লোহার সেতু ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে যায়। এতে নারী-শিশুসহ নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, খালাত বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিহত সাত জন শিবচরের সাহাপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মাহাবুবুর রহমান সবুজের পরিবারের সদস্য। সবুজ এই এলাকার ফজলুর রহমান খানের ছেলে।

দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোক নেমে আসে। এলাকাবাসী সবুজের বাড়িতে ভিড় জমান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১৯ জুন) সকালে শিবচর থেকে মাহাবুব এবং তার পরিবারের সদস্যরা খালাত বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরগুনার উদ্দেশে রওনা দেয়। শনিবার দুপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এ দুর্ঘটনায় নিহতরা হলেন, মাহাবুবের ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), শাশুড়ি রুমি বেগম (৭০), মা ফরিদা বেগম (৭০), মামী মুন্নি বেগম (৪০), তার সন্তান তাহিয়া (৭), তাসদিয়া (১১) ও আরেক মামী ফাতেমা বেগম (৪০)। এছাড়া আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া এবং কন্যা রিদি (৫) নিহত হয়।

নিহতদের আত্মীয় সাহাপাড়ার গ্রামের শুক্কুর আলী বলেন, মাহাবুবের মা, ভাইয়ের স্ত্রী ও মামার পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে।

দুলাল মাতুব্বর নামে আরেক আত্মীয় বলেন, পুরো গ্রামে শোকে স্তব্ধ। দুই পরিবারের মোট নয় সদস্য মারা গেছে। মাহাবুবের বাড়িতে কেউ নেই। সবাই ওই অনুষ্ঠানে গিয়েছিল।

ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বেপারী বলেন, ‘এত বড় দূর্ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। এখন তাদের মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে বলে খবর পেয়েছি।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টা খুবই মর্মান্তিক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ