1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

ধর্ষণ চেষ্টা মামলায় উকিল বাবা গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৬৪ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টার মামলায় আনোয়ার উল্লাহ ওরফে আনোয়ার (৬০) নামে এক ব্যক্তিকে শুক্রবার (২৮ জুন) সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, একই দিন সকালে ভুক্তভোগী সোনারগাঁ থানায় মামলা করেন। আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আনোয়ার সোনারগাঁ উপজেলার কাচঁপুর চেঙ্গাইন বড়ভিটা গ্রামের মৃত আ. রাজ্জাক মিয়ার ছেলে। তিনি মামলার বাদীর বিয়েতে উকিল বাবা হয়েছিলেন।

মামলার এজাহারে নারী উল্লেখ করেন, প্রায় ২০ বছর আগে আমার বিয়ে হয়। আমার স্বামী একজন অটোরিকশা চালক। বিয়ের সময় আসামি আমার উকিল বাবা হন। উকিল মেয়ে হিসেবে আসামির বাড়িতে আমার নিয়মিত আসা-যাওয়া ছিল। আসামিও আমার বাড়িতে আসতেন। গত ১৪ জুন দুপুর ২টার দিকে আসামির মোবাইল থেকে আমার মোবাইলে কল আসে। জরুরি কথা আছে বলে আসামির স্ত্রী (আমার উকিল মা) আমাকে তাদের বাড়িতে যেতে বলেছেন বলে জানানো হয়। আমি কথা মতো একইদিন বিকেল ৩টার দিকে সোনারগাঁ থানাধীন চেঙ্গাইন বড়ভিটা সাকিনস্থ আসামির বাড়িতে যায়। বাড়িতে আনোয়ার একা ছিলেন। উকিল মা কোথায় জানতে চাইলে আনোয়ার বলেন তিনি বাইরে গেছেন। এরপর তিনি (আনোয়ার) আমাকে তার শয়ন কক্ষে বসতে বলেন এবং ধর্ষণের চেষ্টা করেন। আমি চিৎকার শুরু করলে আসামি আমাকে ছেড়ে দেন। পরে আমি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানাই। আমার স্বামীর সহযোগিতায় থানায় এসে মামলা করি। আনোয়ারের আত্নীয়-স্বজনরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ