1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে তাওহীদ-রিশাদ-তাসকিনদের অনুমতি

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯০ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও স্থগিত হয়েছে। জুলাইয়ে গ্রেট নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি হয়েছিল। কিন্তু বিসিবি জুলাইয়ে গ্রেট নয়ডায় সিরিজ খেলতে আগ্রহী নয়।

বৃষ্টির মৌসুমে ম্যাচ ঠিকঠাক হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এজন্য সিরিজ পিছিয়ে দিতে আফগানিস্তানকে অনুরোধ করেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি) বিসিবির অনুরোধ রেখে সিরিজ আপাতত স্থগিত করেছে। কিন্তু সীমিত পরিসরের সিরিজ তারা পরে আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে শুক্রবার দেশে ফিরেছেন ক্রিকেটাররা। সব ক্রিকেটার আজ আসেনি। লিটন-সৌম্য ফিরবেন একদিন পর। সাকিব কবে ফিরবেন তা জানা নেই কারোরই।

ক্রিকেটারদের এখন অখণ্ড অবসর। আপাতত দুই সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন তারা। এরপর যারা টেস্ট খেলবেন, এমন ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে চলমান বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। আসন্ন লাল বলের ক্রিকেটের জন্য কোচ সোহেল ইসলামের অধীনে সেখানে প্রস্তুতি নেবেন তারা। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ডাক পাওয়া ক্রিকেটাররা থাকবেন ব্যস্ত।

বিসিবি এবার সব ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়েছে। আফগানিস্তান সিরিজ স্থগিত হওয়ার পরই ক্রিকেটাররা অনাপত্তিপত্রের জন্য আবেদন করেন। বিসিবিও তাতে সাড়া দিয়েছে। সাকিব আল হাসান প্রথমবারের মতো খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। ৬ থেকে ২৯ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। সাকিবও এই প্রতিযোগিতায় অংশ নেবেন। খেলবেন সাইফ উদ্দিনও। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিতে যাচ্ছেন রিশাদ ও সাইফ উদ্দিন। রিশাদকে দলে নিয়েছে টরেন্টো ন্যাশনাল। সাইফ উদ্দিনকে নিয়েছে মর্নেরিয়াল টাইগার। এছাড়া শরিফুল ও সাকিব খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগরের হয়ে। ২৫ জুলাই থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান যাবেন শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে। পহেলা জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। মোস্তাফিজকে নিয়ে ডাম্বুলা সিক্সার্স। আগে থেকে এই দলে আছেন তাওহীদ হৃদয়।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, ‘যখন তারা (ক্রিকেটাররা) জানতে পেরেছিল যে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলা হবে না…তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এনওসির জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে বিসিবি তাদের এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা গত ২৫ জুন তাদের এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ