1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

ট্রাকের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জনসহ নিহত ৪

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বগুড়া প্রতি‌নি‌ধি : বগুড়ার শেরপু‌র উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশায় দ্রুতগতির ট্রাক ধাক্কা দিয়েছে। এতে একই পরিবা‌রের তিন সদস্যসহ ৪ জ‌ন নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন।

বৃহস্প‌তিবার (১১ জুলাই) সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউনিয়‌নের ধড়‌মোকাম এলাকার ঢাকা-বগুড়া মহাসড়‌কে এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহতরা হ‌লেন, সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়‌নের বান্ধাইল গ্রা‌মের ওলিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছে‌লে সাইফুল ইসলাম (৪) ও অটোরিকশার চালক নাসিম হোসেন (৩০)। নাসিম সিরাজগঞ্জের তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।

আহতরা হ‌লেন, শেরপু‌রের গোলাম (৫০) ও কাওছার আলী।

সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে একটি অটোরিকশা বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌ল। ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী দ্রুতগামী ট্রাক সেটিতে সাম‌নে থে‌কে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। প‌রে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে হতাহতদের উদ্ধা‌র ক‌রে। হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী।

শেরপুর হাইওয়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হা‌শেম ব‌লেন, ঘটনাস্থ‌লে চার জন মারা যায়। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ