নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাকুন্ডা গ্রামে তাকে হত্যা করা হয়।
নিহত রাকিব মিয়া (২৫) পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার ভাটি বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে।
নিহতের মামা বেলায়েত হোসেন জানান, রাকিব মিয়া ব্যবসার এক লাখ টাকা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে— এ খবর পেয়ে স্থানীয় সন্ত্রাসী মাসুদ, আমিনুল ও সাইফুল তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তাকে মাসুদ পিস্তল দিয়ে তিনটি গুলি করে পালিয়ে যায়। এ সময় মারাত্মক আহত অবস্থায় তার স্বজন ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।