1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

রোববার সকালে খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫১ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : কাপ্তাই হ্রদের পানি রোববার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট দিয়ে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের।

এর আগে, আবদুজ্জাহের স্বাক্ষরিত জরুরি বার্তায় জানানো হয়, আজ শনিবার রাত ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেতে শুরু করে। বর্তমানে হ্রদে পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে।

আবদুজ্জাহের স্বাক্ষরিত বার্তায় বলা হয়, কাপ্তাই লেকের পানির উচ্চতা আজ শনিবার বিকেল ৩টায় ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)। যা বিপৎসীমার কাছাকাছি হওয়ায় উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে আজ (শনিবার) রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে ৯ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হবে।

বর্তায় আরো জানানো হয়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে, অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিক বাড়লে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যার ফলে ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ