1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকার একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণটি হয়। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামেরকান্দা বোর্ডিং এলাকার একটি বিরিয়ানির দোকানে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল বলেন, ‘রামেরকান্দা বোর্ডিং এলাকায় বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় পাশে থাকা আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আহতদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ