সোমবার ব্যাংকটির ৪৫৩তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে রবিন রাজন সাখাওয়াতকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
রবিন রাজন বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের অন্যতম সফল ব্যবসায়ী সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদের বড় ছেলে।
রবিন রাজন জার্মানির ফ্রাঙ্কফুর্টের গ্যোথে ইউনিভার্সিটি থেকে ২০০৯ সালে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশে ফিরে এসে তিনি রবিনটেক্স গ্রুপের পরিচালকের দায়িত্ব নেন।রবিনটেক্স বিশ্বব্যাপী একটি শীর্ষ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত যা জার্মান-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।
তিনি কম্পটেক্স (বাংলাদেশ) লিমিটেড এবং জার্মান-বাংলা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
এনবিআর তাকে ২০২১-২২ অর্থবছরে তরুণ করদাতা বিভাগে (৪০ বছরের নিচে) পঞ্চম সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়াও তিনি ব্যাংকিং, লজিস্টিকস এবং প্রোপার্টি মার্কেটের মতো বিভিন্ন শিল্পে যুক্ত।