ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর বিভিন্ন ক্যাটাগরির স্টল, প্যাভিলিয়ন ও রেস্টুরেন্টের স্থান বরাদ্দের জন্য আবেদন ফি সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে পরিশোধ করা যাবে। বুধবার এ লক্ষে সোনালী ব্যাংক পিএলসি ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব বিবেক সরকার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।