1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

ভরিতে ৩৪৫৩ টাকা কমল স্বর্ণের দাম

  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৩ বার দেখা হয়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে ভরিতে প্রায় সাড়ে তিন হাজার টাকা কমেছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা কমানো হয়েছে। ফলে শুক্রবার থেকে এই মানের স্বর্ণের ভরি ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর আর এক দফা স্বর্ণের দাম কমানো হয়। সে সময় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা। ফলে দুদফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হলো ৪ হাজার ৮১৮ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮২২ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ৪১৫ টাকা কমিয়ে ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে এক ভরি স্বর্ণ ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকায় বিক্রি হচ্ছে। যা গত ৩১ অক্টোবর এক ভরি স্বর্ণ ১ লাখ ৪৩ হাজার ৫২৫ টাকায় বিক্রি হয়েছে। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

এদিকে অনেক দিন পর স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১২৮ টাকা কমিয়ে ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৩ টাকা কমিয়ে ২ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৭০ টাকা কমিয়ে ১ হাজার ৬১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ