1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার দেখা হয়েছে

শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঝুঁকি নিরসনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ ব্যাংকের সকল স্তরে একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার করেন।

সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট (ডিভিশন-২) এর পরিচালক এ.এন.এম. মইনুল কবির, একই বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আরিফ হাসান এবং উপপরিচালক রবিন চন্দ্র পাল।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএস এবং চিফ রিস্ক অফিসার প্রণব কুমার রায় সম্মেলনে উপস্থিত ছিলেন।এছাড়াও ব্যাংকের সকল বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশ নেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ