1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত

  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার দেখা হয়েছে

নিরাপত্তা ব্যবস্থার কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে।

রবিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

সাইফুদ্দীন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৪ দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি। এ বিষয়ে শিগগিরই মেট্রোরেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।

সাইফুদ্দীন আহমদ বলেন, ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি জনসমাগম কমাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের ৬টি পয়েন্ট বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। ফলে ৪ দিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখাতে বলা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ