1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার দেখা হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে টিকিট ক্রয়সহ আনুষঙ্গিক সেবা নেওয়ার জন্য নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে ডাচ্-বাংলা ব্যাংককে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আরও সহজ, দ্রুত, এবং নিরাপদভাবে বিমানের টিকিট ঘরে বসেই কাটা সম্ভব হবে।

ডাচ্-বাংলা ব্যাংক লিঃ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোট ৬টি চ্যানেল— ভিসা ডেবিট কার্ড, ভিসা ক্রেডিট কার্ড, মাস্টার ডেবিট কার্ড, মাস্টার ক্রেডিট কার্ড, নেক্সাস কার্ড এবং রকেট এ টিকিট কাটা সম্ভব হবে। এর ফলে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং সহজ স্বাচ্ছন্দ্যময় ইন্টারফেসের মাধ্যমে টিকিট কেনা সম্ভব হবে। ডাচ্-বাংলা ব্যাংক যুক্ত হওয়ার ফলে বিমানের ওয়েবসাইটে টিকিট কাটার জন্য পেমেন্ট গেটওয়ে হিসাবে একত্রে মোট ৬টি গেটওয়ে যুক্ত হল। এতে একজন সম্মানিত যাত্রী এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকেট ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য প্রতিটি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে আরও বেশি সহজভাবে বিমানের টিকিট ক্রয়সহ অন্যান্য সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার বিমান- এর প্রধান কার্যালয় বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ডাচ্-বাংলা ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়েতে অন্তর্ভুক্তির বিষয়ে উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মো. শিরিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ই-বিজনেসের প্রধান, বিমানের পরিচালক অর্থ, পরিচালক বিক্রয় ও বিপণনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ