1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

এক হাজার ২৭৮ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৩৫২ টাকায় গম, সার ও এলএনজি ক্রয়ের ৪টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির ২০২৫ সালের ৯ম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে স্ইুজারল্যান্ডে অস্টন এ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল এসএ-এর কাছ থেকে সিডি ভ্যাট ছাড়া ১৮০ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকায় ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রতি টন গমের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৫ দশমিক ২১ মার্কিন ডলার।

সভায় শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবের আলোকে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে প্রতি টন ৪৩৬ দশমিক ৬৭ মার্কিন ডলার দরে ৩০ হাজার টন গ্রানুলার ইউরিয়া সার আমদারি প্রস্তাব অনুমোদন করা হয়। এতে মোট খরচ হবে ১৫৯ কোটি ৮২ লাখ ১২ হাজার ২০০ টাকা। এছাড়া বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৪১০ দশমিক ৫০ মার্কিন ডলার দরে ৩০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে মোট খরচ হবে ১৫০ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ আলোকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার (ডিপিএম) অনুসরণ করে ( ৫-৬ মার্চ সময়ের জন্য) স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ট্যাক্স ভ্যাটসহ মোট খরচ হবে ৭৮৭ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা। লন্ডনের এম/এস টোটাল এ্যানার্জিস গ্যাস এন্ড পাওয়ার লিমিটেড সুইজারল্যান্ডের মেরিন-জেনেভা ব্রাঞ্চ থেকে এ এলএনজি সরবরাহ করবে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ