1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

বিক্রেতা সংকটে ৩ ডজনের বেশি কোম্পানি

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৭১ বার দেখা হয়েছে
up-2

দীর্ঘদিন পর জিবাজারে চাঙ্গাভাব ফিরতে শুরু করেছে। প্রতিদিনই বাড়ছে মূল্যসূচক ও লেনদেন। এতে দেশের পুঁজিবাজারে আলোর ঝলক দেখতে পাচ্ছেন বিনিয়োগকারীরা।

পুঁজিবাজারে একদিকে সূচকের বড় উত্থান হচ্ছে, অন্যদিকে তারল্য সংকট কাটিয়ে লেনদেনের গতিও বেড়েছে বেশ। এতে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে শুরু করেছে। এমনকি বাড়তি দামেও কিছু কিছু প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছে না বিনিয়োগকারীদের একটি অংশ।

গত রোববার বড় উথানে ২ ডজনের বেশি কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে। আজওবড় উত্থানের পথে থাকে উভয় পুঁজিবাজার। এদিন প্রায় ৩ ডজন কোম্পানি বিক্রেতা সংকটের পড়ে। কোম্পানিগুলোর মধ্যে ‘জেড’ গ্রুপেরও অনেক পঁচা কোম্পানি ছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে চাঙ্গাভাব থাকায় হুজুগে বেড়েছে ওইসব পঁচা কোম্পানির শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন সম্মিলিত শেয়ার ৩০ শতাংশ না থাকার ৪২ কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানিরই শেয়ার দর বেড়েছে। অনেক কোম্পানির শেয়ার লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়তে দেখা যায়। এরমধ্যে বড় মূলধনী কোম্পানি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানও ছিল।

সম্মিলিত শেয়ার ৩০ শতাংশ না থাকার কোম্পানির মধ্যে ছিল-ফুওয়াং সিরামিক, পিপলস ইন্সুরেন্স, বিডি থাই, সিটি ব্যাংক, ফাস ফাইন্যান্স, বেক্সিমকো, অলিম্পিক এক্সেসরিজ, বি-লিজিং, ফুওয়াং ফুড, সেন্ট্রাল ফার্মা, আফতাব অটোমোবাইল, জেনারেশন নেক্সট, মিথুন নিটিং, ফ্যামিলি টেক্স ও নর্দার্ন জুট।

দর বৃদ্ধি পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-এরামিট সিমেন্ট, এমারেন্ড ওয়েল, স্টাইলক্রাপ্ট, নাহি এ্যালুমিনিয়াম, শাইনপুকুর সিরামিক, বিডি ওয়েল্ডিং, ইসলামী ব্যাংক, ইফাদ অটোস, বিএসআরএম লিমিটেড, ঢাকা ডাইং, শ্যামপুর সুগার, বিডি ফাইন্যান্স, প্রোগ্রেসিভ লাইফ, আইসিবি, মেঘনা পেট, তুং হাই ও ফারইস্ট ফাইন্যান্স।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ