পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
বুধবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ডাচ্-বাংলা ব্যাংকের লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে জমা হয়েছে। আর তাছাড়া যাদের ব্যাংক হিসাবে লভ্যাংশ ক্রেডিট হয়নি, তাদের অফিস সময়ে কোম্পানির হেড অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে বলা হয়েছে।
আগামী ২০ আগস্ট থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংক ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।