1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

অবৈধভাবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পদ বাগিয়েছেন ঋণ খেলাপি টিটো

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৮৬৮ বার দেখা হয়েছে
Tito-1

বিশেষ প্রতিবেদক: ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান পদ বাগিয়ে নিয়েছেন বেসিক ব্যাংকের ঋণ খেলাপির শীর্ষে থাকা রায়হান আজাদ টিটো। আর নিয়ম নীতির তোয়াক্কা না করে টিটোকে ওই পদে বসিয়েছেন স্বয়ং বিশ্ববিদ্যলয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম নিজেই।

ট্র্যাস্টি বোর্ড প্রতি পাঁচ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন ট্রেজারার নিয়োগ দিতে পারবেন। বিশ্ববিদালয়টির ভাইস চেয়ারমান হিসেবে কে এম খালেদ দায়িত্ব পালন করলেও রায়হান আজাদ টিটোকে একই পদে দায়িত্ব দেয়া হয়েছে। যা ট্রাস্টি আইনের পরিপন্থি।

জানা গেছে, নজরুল ইসলামের স্ত্রী ও বিশ্ববিদ্যলয়ের পরিচালক তসলিমা ইসলাম গত কয়েক বছর ধরে মেয়ে রামিশা ইসলামকে নিয়ে আমেরিকায় বসবাস করেন। তসলিমা ইসলামের অনুপস্থিতিতে আজাদ টিটো বিকল্প পরিচালক হিসেবে কাজ করতেন। এমনকি নজরুল ইসলামের স্ত্রী তসলিমা ইসলাম দেশে থাকাকালেও রায়হান টিটো পরিচালকের দায়িত্ব ও বোর্ড সভায় বসেন। পাশাপাশি প্রভাব খাটিয়ে টিটোকে চলতি বছরের ২৩ জুলাই ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেন নজরুল ইসলাম।

সুত্র বলছে, যে সময়ে আজাদ টিটো বোর্ড সভায় দায়িত্ব পালন করে, সে সময় তসলিমা ইসলাম দেশে অবস্থান করছিলেন। যা আইনের পরিপন্থী। যেহেতু সে সময় তসলিমা ইসলাম দেশে অবস্থান করছিলেন, সেহেতু রায়হান আজাদ টিটো বোর্ড সভায় থাকতে পারেন না।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, নজরুল ইসলাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পরবিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও নিয়ম কানুনের তোয়াক্কা না করে যা ইচ্ছা তাই করেন। বেসিক ব্যাংক কেলেঙ্কারির সাথে জড়িত থাকা রায়হান আজাদ টিটোকে উনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান করেছেন।

জানা গেছে, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বেসিক ব্যাংক কেলেঙ্কারির সাথে জড়িত ৫৬ প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ওই তালিকার শীর্ষে ছিল রায়হান আজাদ টিটোর রিকন্ডিশন গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান আজাদ ট্রেডিং। এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এমন একজন ঋণ খেলাপি কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পান?

এসব অভিযোগের বিষয়ে জানতে রায়হান আজাদ টিটোর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে- এ বিষয়ে তিনি কোনও বক্তব্য দিতে রাজি হননি। তবে সামনা সামনি দেখা করে কথা বলবেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম মোবাইল ফোনে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। তবে তিনি একান্ত স্বাক্ষাতের প্রস্তাব দেন।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভিসি ড: হান্নান বাংলার কন্ঠকে বলেন, ট্রাস্টি বোর্ড নিয়োগ সংক্রান্ত বিষয় দেখভাল করে। আমার কাজ শিক্ষার প্রসার ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা করা।

বাংলার কন্ঠ/এন/৫ অক্টোবর, ২০২০

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ