1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
হেডলাইন :
ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি  নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ শিক্ষায় কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে: তারেক রহমান এবার ভরিতে ২৯৩৯ টাকা বাড়ল সোনার দাম ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে এডিবি-বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার পাবে বাংলাদেশ বিদেশি এলএনজি দেশে জলবায়ু ঝুঁকি তৈরি করছে

শেয়ারবাজারে বিনিয়োগ না থাকলে আইপিওতে আবেদন করা যাবে না

  • আপডেট সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৯ বার দেখা হয়েছে
IPO-

শেয়ারবাজারে বিনিয়োগ না থাকলে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ারে আর আবেদন করা যাবে না। আইপিও শেয়ারে সাধারণ ও যোগ্য বিনিয়োগকারীরা একত্রে আবেদন করতে পারবে। এসব শর্ত অর্ন্তভুক্ত করে আইপিও নীতিমালা পরিবর্তন করতে যাচ্ছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই লক্ষ্যে আগামী ৯ ডিসেম্বর, বুধবার ডিএসই, সিএসই ও সিডিবিএলের সঙ্গে বৈঠকের আহ্বান করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সহজ করতে পাবলিক ইস্যু রুল ২০১৫ পরিবর্তন করবে বিএসইসি। একটি টেকসই শেয়ারবাজার গড়ার লক্ষে এবং দেশের জিডিপি অনুপাতে অর্থনীতিতে শেয়ারবাজারের অবদান বাড়াতে সহজ নিয়মে আইপিওর আবেদনের পদ্ধতি চালু করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। পরিবর্তিত আইনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আইপিও প্রক্রিয়া শেষ করা হবে। নতুন নিয়মে সকল আবেদনকারী আইপিও’র শেয়ার পাবে।

পাবলিক ইস্যু রুল ২০১৫ পরিবর্তন করার জন্য আগামী বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইস), চট্টত্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সাথে বৈঠক করবে বিএসইসি। ওইদিন বিকাল সাড়ে তিনটায় বিএসইসিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে পাবলিক ইস্যু রুল ২০১৫-এর প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।

বিএসইসি তথ্যমতে, নতুন আইনে একটি বেনিফিসারি ওনার্স (বিও) হিসাবের মাধ্যমে আইপিও আবেদনের সর্বোচ্চ ও সর্বনিম্ম সীমা নির্ধারণ করা হতে পারে। একই সাথে যোগ্য বিনিয়োগকারীদের মত আইপিওতে আবেদন করতে শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত জুড়ে দেওয়া হতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ