1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫১০ জনের পার্শ্ব প্রতিক্রিয়া

  • আপডেট সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৬ বার দেখা হয়েছে
vakcin

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কার্যক্রমে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ ও এক-তৃতীয়াংশ নারী। টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫১০ জন পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার পর্যন্ত সারাদেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকাগ্রহণ করেছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন ও নারী ৮১ হাজার ৫৫২ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় চার লাখ ৪৫ হাজার ৪৬৯ জন। ময়মনসিংহে টিকা নিয়েছেন৭১ হাজার ৩৭৫ জন, চট্টগ্রামে তিন লাখ ৬৪ হাজার ৭৪২ জন, রাজশাহীতে এক লাখ ৮০ হাজার ৭৯১ জন, রংপুরে এক লাখ ৪৭ হাজার ২০৪ জন, খুলনায় এক লাখ ৮১ হাজার ৬২১ জন, বরিশালে ৭৬ হাজার ৮০৫ জন এবং সিলেট বিভাগে এক লাখ ১৮ হাজার ৩৬১ জন টিকা নেন।

আর একদিনে টিকাগ্রহণকারী দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩ জন, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ জন এবং সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন টিকা নিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ