1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
হেডলাইন :
সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক  শিক্ষার্থীদের আন্দোলন দমনে কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি  নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ শিক্ষায় কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে: তারেক রহমান এবার ভরিতে ২৯৩৯ টাকা বাড়ল সোনার দাম ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বারাকা পতেঙ্গার আইপিও তারিখ নির্ধারণ

  • আপডেট সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে
IPO-

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের কাট-অফ ডেট আগামী ৩ জুন নির্ধারণ করা হয়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে যেসব বিনিয়োগকারী কোম্পানিটির আইপিওতে আবেদন করতে চায় তাদের পোর্টফোলিওতে আগামী ৩ জুন ম্যাচিউরড শেয়ারের মূল্য ন্যূনতম ২০ হাজার টাকা হতে হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিও সাবস্ক্রিপশন আগামী ১৩ জুন শুরু হয়ে ১৭ জুন শেষ হবে। সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা এ কোম্পানির আইপিওতে আবেদন করতে পারবেন। সাধারণ বিনিয়োগকারীদের (স্থানীয়, প্রবাসী ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী) তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূল্য ২০ হাজার টাকা হতে হবে (উভয় স্টক এক্সচেঞ্জের ক্লোজ প্রাইসের মধ্যে যেটি বড়)।

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকগুলো সাধারণ বিনিয়োগকারীদের আইপিও ফাইল আগামী ২০ জুন সকাল ১০টা থেকে ২২ জুন বিকাল সাড়ে ৫টার মধ্যে ইএসএস সিস্টেমে আপলোড করবে।

উল্লেখ্য, এর আগে গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় পর্যন্ত বারাকা পতেঙ্গার শেয়ার বিক্রির বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। যোগ্য বিনিয়োগকারীরা ৩২ টাকা কাট-অব প্রাইস নির্ধারণ করে।

গত ৫ জানুয়ারি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

বারাকা পতেঙ্গা পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। যা তার সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা। আর বিগত পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী তড়িত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩০ পয়সা।

২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস। রেজিস্ট্রার টু ইস্যু হিসেবে কাজ করছে ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ