1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

স্টাইলক্রাফটের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৬২ বার দেখা হয়েছে
Stylecraft

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টাইলক্রাফটের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির চলতি সম্পদের থেকে চলতি দায় ১৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি। এছাড়া কারখানা গত ১৯ জুলাই থেকে বন্ধ এবং কর্মকর্তা-শ্রমিকদের বেতন ও মজুরি প্রদানে ব্যর্থ হলে সুন্দরভাবে চালুর সম্ভাবনাও কম। যে কোম্পানির আগের অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে উল্লেখযোগ্য হারে (৩৯.১৩%) বিক্রি কমেছে, শেয়ারপ্রতি ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ হয়েছে এবং ব্যাংক ঋণ বেড়েছে।

এই পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

এদিকে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-৩৬ অনুযায়ি স্থায়ী সম্পদের ইমপেয়ারম্যান্ট টেস্ট করেনি স্টাইলক্রাফট কর্তৃপক্ষ। অথচ প্রতিবছর ইমপেয়ারম্যান্ট টেস্ট করানো উচিত। যাতে করে প্রকৃত মূল্যের থেকে আর্থিক হিসাবে দেখানো মূল্য বেশি না হয়।

কোম্পানির কারখানা বন্ধ থাকার কারনে স্থায়ী সম্পদের সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক। যে কোম্পানি কর্তৃপক্ষ আইএএস-২ লঙ্ঘন করে কস্ট প্রাইসে মজুদ পণ্য দেখিয়েছে।

স্টাইলক্রাফট কর্তৃপক্ষ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি অবন্টিত লভ্যাংশের বিস্তারিত দেখায়নি। এছাড়া তারা অবন্টিত লভ্যাংশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি জানিয়েছেন নিরীক্ষক। তবে তারা হস্তান্তরের জন্য সময় বাড়ানোর আবেদন করেছেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্টাইলক্রাফটের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৮৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.১৯ শতাংশ। কোম্পানিটির বুধবার (০৫ জানুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ১১৮.৬০ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ