1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

বিদায়ী সপ্তাহে লেনদেনের সাথে বাজার মূলধনও কমেছে শেয়ারবাজারে

  • আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৩ বার দেখা হয়েছে
Bd-Taka

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই পতন হয়েছে। আর দুই কার্যদিবস সামান্য উত্থান হয়েছে। সপ্তাহ শেষে দেখা গেছে সূচক এবং লেনদেন কমেছে। একই সাথে সপ্তাহটিতে পাঁচ হাজার ৮২৩ কোটি টাকার বেশি বাজার মূলধন কমেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার ৫০৪ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬০ হাজার ৯২৯ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ০৬৭ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা পাঁচ হাজার ৮২৩ কোটি ৭ লাখ ৯২ হাজার ৪৩৭ টাকা হারিয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ হাজার ৯৬৭ কোটি ১২ লাখ ৯৭ হাজার ৮৪৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ছয় হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬৮৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬৫০ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৮৪১ টাকা বা ১০ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৫৯ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৯৯১.৩৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৪৭ পয়েন্ট বা ০.৬২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৩.৬৪ পয়েন্ট বা ০.৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৮.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৫৭৩.৮৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৭টির বা ২২.৫৪ শতাংশের, কমেছে ২৮০টির বা ৭২.৫৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির বা ৪.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২১৮ কোটি ৬ লাখ ৭ হাজার ৩৭০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার ৬৪৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৬৬ কোটি ৭০ লাখ ৬৫ হাজার ৬৪৪ টাকা বা ২৩ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০৯.৮৩ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৫৯.৫৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮৯.০৪ পয়েন্ট বা ১.৫১ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৭০.৮৬ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৮.২৫ পয়েন্ট বা ১.১৯ শতাংশ এবং সিএসআই ৯.৭৬ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ২৮৩.৪৫ পয়েন্টে, ১৪ হাজার ৪৩৭.৫৫ পয়েন্টে, এক হাজার ৫১১.০৯ পয়েন্টে এবং সিএসআই এক হাজার ২৭৯.২৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৭টির বা ২৪.৪৪ শতাংশের দর বেড়েছে, ২৬১টির বা ৭৩.৩১ শতাংশের কমেছে এবং ৮টির বা ২.২৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ