যে কোনো রোগ বাসা বাঁধলে, তার বিভিন্ন উপসর্গ ফুটে ওঠে শরীরের বিভিন্ন স্থানে। অনেকেই বিভিন্ন উপসর্গ সাধারণ ভেবে অবহেলা করেন। ফলে রোগ আরও গুরুতর রূপ নেয়।
ঠিক তেমনই ডায়াবেটিস ও মেলানোমার মতো বিপজ্জনক ২ রোগের উপসর্গ অনেক সময় প্রকাশ পায় পায়ের পাতায়। অথচ তা জানা নেই বলে অনেকেই লক্ষণগুলো উপেক্ষা করেন।
চলুন তবে জেনে নেওয়া যাক ডায়াবেটিস ও মেলানোমা রোগের কোন কোন লক্ষণ দেখা যায় পায়ের পাতায়-
পায়ের পাতা বিনা কারণে মসৃণ ও চকচকে হয়ে যাওয়া
পা ও পায়ের পাতার লোম উঠে যাওয়া
পা ফোলা
পায়ের ঘা ও ক্ষত না শুকানো
পা অসাড় হয়ে আসা
হাঁটা চলা করা কিংবা বসে থাকাকালীন পায়ের পেশিতে টান লাগা ও
পায়ে ঘাম না হওয়া
অন্যদিকে মেলানোমা সবচেয়ে বিপজ্জনক ত্বকের ক্যানসারগুলোর মধ্যে অন্যতম। এই রোগের অন্যতম প্রধান উপসর্গ হলো কোনো একটি তিলের আকস্মিক রূপবদল।
পায়ের মেলানোমা সাধারণত নখ ও পায়ের পাতার তলায় দেখা যায়। তবে যে কোনো স্থানেই এ রোগের লক্ষণ ফুটে উঠতে পারে।
তবে পায়ের নখের তলায় ক্ষত তৈরি হওয়া ও পায়ের নখ লম্বালম্বি ভেঙে যাওয়া এই রোগের অন্যতম লক্ষণ হতে পারে।
আবার অনেক সময় পায়ের পাতা কুঁকড়ে যেতে পারে। এসব উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।