1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসইসি’র দুই ব্যানারে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুটি ব্যানারে ধানমন্ডি-৩২ নম্বরে প্রতিকৃতিতে স্বাস্থ্য বিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) এই পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে একটি ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। অপরটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুর রহমানের নেতৃত্বে করা হয়ছে।

এই পুস্পস্তবক অনুষ্ঠানে বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, মো. আব্দুল হালিম, ড. মিজানুর রহমান, ড. রুমানা ইসলামসহ কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ