1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আরো সাড়ে ৯ লাখ শনাক্ত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে
Corona-world

বিশ্বে করোনা ভাইরাসে আরো সাড়ে ৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে আরো দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন। শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৯ কোটি ৯১ লাখ ২১ হাজার ৫৬৬ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৫৯ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ০৩১ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৩৫ জন।

শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৪ লাখ ৬৬ হাজার ৭৮৭ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৪ লাখ ৬৩ হাজার ৮৭৯ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে দুই হাজার ৯০৮ জন। এছাড়া সুস্থ হয়েছে ৫৭ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ১০৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ০৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬৪ হাজার ৭৮০ জন মানুষ মারা গেছেন।

করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৬১৮ জন। মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ২৫৩ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৩৭৪ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৮২ হাজার ২৭৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ