আইটি পণ্য বিক্রিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওয়ালটন চট্টগ্রাম বিভাগের ৫টি প্লাজা এবং ৩ জন বেস্ট সেলস কনসালটেন্ট পুরস্কৃত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারে অনুষ্ঠিত ওয়ালটন পিএসডি-৬ কর্তৃক আয়োজিত আইটি ট্রেনিং অ্যান্ড কো-অর্ডিনেশন মিটিংয়ে তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রদান করেন ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রায়হান।
আইটি বিভাগে সেরা প্লাজার পুরস্কার লাভ করেছে চট্টগ্রামের ইপিজেড প্লাজা, দ্বিতীয় জিইসি প্লাজা এবং তৃতীয় পুরস্কার পেয়েছে খাগড়াছড়ি প্লাজা।
আইটি পণ্য বিক্রিতে বেস্ট সেলস কনসালটেন্ট হিসেবে প্রথম পুরস্কার লাভ করেন ইপিজেড ওয়ালটন প্লাজার মো. কফিল উদ্দিন, দ্বিতীয় জিইসি ওয়ালটন প্লাজার মোহাম্মদ মুজাহিদ এবং তৃতীয় রাঙ্গামাটি ওয়ালটন প্লাজার অভি চক্রবর্তী।
এছাড়া বিশেষ পুরস্কার পায় চট্টগ্রামের লালখান বাজার ওয়ালটন প্লাজা এবং সীতাকুণ্ড ওয়ালটন প্লাজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী।
বক্তব্য রাখেন পিএসডি-৬ এর চিফ ডিভিশনাল অফিসার শাহাদাত হোসেন, পিএসডি-৬ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার শফিকুল আজাদ, রিজিওনাল সেলস ম্যানেজার আরিফ মইনুদ্দিন, আরাফাত চৌধুরী, নজরুল ইসলাম, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মনির হোসাইন, আরিফুল হক, রেজাউল করিম, ডিভিশনাল আইটি ইনচার্জ মহিদুল আজম চৌধুরী, আইটি ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম হৃদয়।
উপস্থিত ছিলেন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ন্যাশনাল সেলস ম্যানেজার আবুল হাসনাত, জোনাল এরিয়া সেলস ম্যানেজার রাজিব হাসান এবং হিমাংশু দেবনাথ।
দিনব্যাপী এই আয়োজনে ওয়ালটন প্লাজা ডিভিশন-৬ (চট্টগ্রাম বিভাগের) প্লাজা ম্যানেজার, ডেপুটি ম্যানেজার (হায়ার), ডেপুটি ম্যানেজার (ডিলার) এবং প্লাজা আইটি কনসালটেন্ট উপস্থিত ছিলেন।