টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের কোচের পদ হারানো রাসেল ডমিঙ্গো বাংলাদেশ দলের হেড কোচের পদ ছাড়ার গুঞ্জন উঠেছে। নিজ থেকেই না কি সরে যাচ্ছেন এ প্রোটিয়া কোচ।
বৃহস্পতিবার বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ডমিঙ্গো এখন আফ্রিকাতে অবস্থান করছেন। তিনি চাকরি ছাড়লে আগে তো বোর্ডকে জানাতে হবে। চাকরি ছাড়ার বিষয় নিয়ে সে এখনো পর্যন্ত কোনো চিঠি বোর্ডকে দেয়নি।’
তাকে সরিয়ে টি-টোয়েন্টির জন্য ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে নিয়োগে বিসিবির সিদ্ধান্তে প্রথম দিন বেশ হাসিখুশিই দেখা যায় ডমিঙ্গোকে। টেস্ট ও ওয়ানডে দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে মেনে নিয়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যান তিনি।
তবে দেশে যাওয়ার আগে ডমিঙ্গোর শরীরী ভাষায় অস্বস্তি ও আক্ষেপের ছাপ ফুটে উঠেছিল তা দাবি করলেন বিসিবির এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘৪-৫ দিন আগেও ডমিঙ্গোর সঙ্গে কথা হয়েছে, তখন এ নিয়ে তিনি কিছুই জানাননি; তবে সে চিন্তা করছিল এসব নিয়ে। আমার ধারণা— কিছু একটা হয়তো হয়েছে যেটি পরে জানা যাবে। যদিও সে এখনো পর্যন্ত বিসিবিতে কোন অফিসিয়াল চিঠি পাঠায়নি এটা আমি মোটামুটি নিশ্চিত।’