1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

  • আপডেট সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৫ দশমিক ০৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬৩ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কোহিনুর কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ৩২ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৮ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ০২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৬ লাখ ৬ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ওরিয়ন ফার্মার ২০.১৩ শতাংশ, সোনালী আঁশের ১৮.২১ শতাংশ, সী পার্লের ১৬.৮৭ শতাংশ, ইবনে সিনার ১৩.৩৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৩.১৫ শতাংশ, ফাইন ফুডসের ১৩.০৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০.৬০ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ