1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে ৫৫ শতাংশ কোম্পানির

  • আপডেট সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ বার দেখা হয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে জুলাই মাসের তুলোনায় আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৬টি কোম্পানির। যা তথ্য প্রযুক্তি খাতের মোট কোম্পানির ৫৪.৫৪ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে একই খাতের ৫টি কোম্পানির। যা মোট কোম্পানির ৪৫.৪৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া এই ৬টি কোম্পানির মধ্যে রয়েছে আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, ই-জেনারেশন, ইনটেক এবং ইনফর্মেশন সার্ভিসেস লিমিটেড।

এই ছয়টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ ২.৮৯ শতাংশ থেকে সর্বনিন্ম ০.০৫ শতাংশ পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ইনফর্মেশন সার্ভিসের। দ্বিতীয় অবস্থানে রয়েছে আমরা টেকনোলজি এবং তৃতীয় স্থান দখল করেছে ই-জেনারেশন লিমিটেড।

ইনফর্মেশন সার্ভিসেস: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৯.৬১ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ১২.৫০ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৮৯ শতাংশ।

আমরা টেকনোলজিস: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২৬.৫৩ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ২৯.১৫ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৬২ শতাংশ।

ই-জেনারেশন: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৩০.৪৮ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ৩২.৮৭ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৩৯ শতাংশ।

আমরা নেটওয়ার্ক: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২৮.৬৫ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ৩০.২৪ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.৫৯ শতাংশ।

এডিএন টেলিকম: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৭.২৮ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ১৭.৬৮ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৪০ শতাংশ।

ইনটেক: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১০.৫৩ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ১০.৮৭ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৩৪ শতাংশ।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে:

তথ্য ও প্রযুক্তি খাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমা এই পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে জেনেক্স ইনফোসিস, বিডিকম, ডেফোডিল কম্পিউটার, ইনফরমেশন টেকনোলজি এবং অগ্নি সিস্টেমস লিমিটেড। এই পাঁচ কোম্পানির মধ্যে সর্বোচ্চ ২.২৫ শতাংশ থেকে সর্বনিন্ম ০.০৫ শতাংশ পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে জেনেক্সে ইনফোসিসেসর। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিডিকম এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে ডেফোডিল কম্পিউার লিমিটেড।

জেনেক্স ইনফোসিস: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২৪.৯৬ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ২২.৭১ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ক‌মেছে ২.২৫ শতাংশ।

বিডিকম: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৬.৭০ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে‌ অবস্থান করছে ৫.৬০ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ক‌মেছে ১.১০ শতাংশ।

ডেফোডিল কম্পিউটারস: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২৭.৩৭ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ২৬.৬৮ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ক‌মেছে ০.৬৯ শতাংশ।

অগ্নি সিস্টেমস: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১০.৯০ শতাংশ। আগস্ট মাসে তা ক‌মে অবস্থান করছে ১০.৮০ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ক‌মেছে ০.১০ শতাংশ।

ইনফরমেশন টেকনোলজি: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২১.০৮ শতাংশ। আগস্ট মাসে তা কমে অবস্থান করছে ২১.০৩ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.০৫ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ