দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে আপাতত ১০দিন পুঁজিবাজার বন্ধ থাকবে। আর সেই বন্ধ শুরু হবে আগামিকাল থেকে। যাতে বন্ধের আগে বুধবার (২৫ মার্চ) শেষ কার্যদিবস লেনদেন শুরু হতে যাচ্ছে পুঁজিবাজারে।
সরকার এরই মধ্যে আগামি ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে৷ তবে সেই ছুটি বাড়বে না, তা বলা মুশকিল। কারন এরই মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক দফা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
এদিকে স্বাভাবিকভাবেই সরকারের ছুটির সিদ্ধান্তের সাথে সংগতি রেখে ডিএসই ও সিএসইর’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকে৷