1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

এবার করোনায় আক্রান্ত হলেন মাশরাফির স্ত্রী সুমি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৪৯ বার দেখা হয়েছে
Mash-1

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার স্ত্রী সুমনা হক সুমিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফীর পারিবারিক সূত্র এ তথ্য জানা গেছে। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন সুমনা হক সুমি। তার শারীরিক অবস্থা ভালো।

এর আগে গত ২০ জুন মাশরাফী করোনাভাইরাস পজিটিভ হন। এরপর তার ছোট ভাই মুরসালিন বিন মোর্ত্তজা (সিজার) করোনা আক্রান্ত হন। এরইমধ্যে মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমিও করোনা আক্রান্ত হয়েছেন। তারা সবাই চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় রয়েছেন।

উল্লেখ্য, করোনার ভায়াল থাবায় জীবন যখন বিপর্যস্ত তখন নড়াইলের মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য। নড়াইলের মানুষকে করোনা থেকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া ম্যাশ নিজেই নিজেকে রক্ষা করতে পারেননি এই ভাইরাস থেকে।

গত ২০ জুন চিকিৎসকেরা জানায় করোনা ভাইরাস বাসা বেঁধেছে তার শরীরে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সবার প্রিয় ম্যাশ। এরই মধ্যে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনা আক্রান্ত হয়েছেন।

বাংলার কন্ঠ/০৭ জুলাই, ২০২০/এ এইচ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ