ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭১ লাখ ৮৩ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৭৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এমআই সিমেন্ট লিমিটেডের।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৫৯ লাখ টাকার।
তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশন, আমান ফিড, বঙ্গজ, বারাকা পাওয়ার,বাটা সু, বিএটিবিসি, বিবিএস কেবলস, বসুন্ধরা পেপার মিলস, সিটি ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক, ফাইন ফুডস, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, যমুনা অয়েল, কোহিনুর, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ম্যারিকো, এম.এল ডাইং, মুন্নু সিরামিক, এনএল আই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পলিমার, ওয়াইম্যাক্স, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রিমিয়ার ব্যাংক, আরডি ফুড, রেনেটা, রানার অটো, শাশা ডেনিমস, সিলকো ফার্মা, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, সাউথইস্ট ব্যাংক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, স্ট্যান্ডার্ড সিরামিক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।