1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

এক সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন কমেছে ৮০০ কোটি টাকা। তবে সপ্তাহ শেষে বাজার মূলধন ১০ হাজার ১৮৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩০ দশমিক ৮১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৯৬ পয়েন্টে। একইসঙ্গে ‘ডিএস ৩০’ সূচকের ২২ দশমিক ০৯ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ৬ দশমিক ৮১ পয়েন্ট যোগ হয়েছে।

সব সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেন কমেছে। পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬১৫ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজারের মূলধন দাড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ২৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৫০৪ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ইনটেক লিমিটেডের শেয়ারদর ১৮ দশমিক ৫৮ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ