1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
হেডলাইন :
চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ  বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা

বিক্রির চাপে সূচক পতন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে
dse-cse-1

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে।

দুই স্টকে বিক্রির চাপ বেড়েছে। এর ফলে ডিএসইতে ১৪৩টি কোম্পানির শেয়ার দর কমেছে। ২৩টির বেড়েছে। সিএসইতে ৬৭টি কোম্পানির শেয়ার দর কমেছে। ১৪টির বেড়েছে। ডিএসইতে লেনদেন পরিমান কমলেও সিএসইতে বেড়েছে। ডিএসইর লেনদেন কমে ৪৩৩ কোটি টাকায় এসেছে। তবে সিএসইর লেনদেন বেড়ে ১২ কোটি টাকায় এসেছে। মঙ্গলবার ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিনেও ডিএসইতে কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন ছয়গুন বেশি। আর সিএসইতে কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন পাঁচগুন বেশি।

মঙ্গলবার ডিএসইতে ৪৩৩ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৬ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২৬ দশমিক ৬৫ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৮ দশমিক ২৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩টি এবং কমেছে ১৪৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪৩টির। এদিন ডিএসইতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেমিনি সী, এপেক্স ফুটওয়্যার, শাইনপুকুর সিরামিক, সী পার্ল বিচ, ওরিয়ন ফার্মা, বিডি কম এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার।

অপরদিকে, সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ১২ কোটি ৬১ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪টি, কমেছে ৬৭টি এবং পরিবর্তন হয়নি ৪৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬২ দশমিক ১৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১০ দশমিক ২৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২২ দশমিক শূন্য ৪ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক শূন্য ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৫০ দশমিক ৪৩ পয়েন্টে, ১১ হাজার ৬৭ দশমিক ৩৮ পয়েন্টে এবং ১ হাজার ১৬৬ দশমিক ৬৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৭ দশমিক ৬৩ পয়েন্টে।

এদিন সিএসইতে সী পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সী পার্ল বিচ ৬ কোটি ৩৯ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো, আইপিডিসি, জেনেক্স ইনফোসিস, ইউনিক হোটেল, আইটিসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম স্টিল এবং মুন্নু সিরামিকের শেয়ার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ