সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫টির বা ১০.৯৪ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্জ টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে আল-হাজ্জ টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৬.০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৭৬.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯.৬০ টাকা বা ১০.০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আল-হাজ্জ টেক্সটাইল টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৯.৯৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৩৮ শতাংশ, ওইমেক্স ইলেকট্রোডের ৪.৫২ শতাংশ, মেঘনা পেট’এর ৩.৬৩ শতাংশ, সি পার্ল বিচের ২.৮১ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেলের ২.৩২ শতাংশ, বিকন ফর্মার ২.২৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২.১৪ শতাংশ এবং রুপালী লাইফ ইন্সুরেন্সের ২.০৭ শতাংশ শেয়ার দর কমেছে।