1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

সূচক পতন লেনদেনও মন্দা

  • আপডেট সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে
dse-cse-1

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমান ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। শেয়ার বিক্রির চাপ বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০১ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক শূন্য ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৪৪ দশমিক ৫৪ পয়েন্টে এবং ২ হাজার ১৯৭ দশমিক শূন্য ৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬টি এবং কমেছে ৮৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৭টির। এদিন ডিএসইতে এপেক্স ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন এপেক্স ফুড ২৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্ক ২৬ কোটি ৪০ লাখ টাকা, জেমিনি সি ফুড ২৩ কোটি ৯৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ২৩ কোটি ৬৪ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২১ কোটি ২৫ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ১৯ কোটি ১৪ লাখ টাকা, সী পার্ল বিচ ১৭ কোটি ৭৫ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংক ১৬ কোটি ৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৪ কোটি ১ লাখ টাকা এবং লিগ্যাসি ফুটওয়্যার ১৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন হয়েছে ১০ কোটি ৬৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২২টি, কমেছে ৩৭টি এবং পরিবর্তন হয়নি ৫৭টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৮ দশমিক ১৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৮ দশমিক ৯৭ পয়েন্ট, সিএসসিএক্স ৬ দশমিক ৯৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৭৪ দশমিক ৬৮ পয়েন্টে, ১০ হাজার ৯৬৮ দশমিক ২৫ পয়েন্টে এবং ১ হাজার ১৪৯ দশমিক শূন্য ২ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক নামমাত্র বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ দশমিক ৫১ পয়েন্টে।

এদিন সিএসইতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক ৭৩ লাখ টাকা, প্রগতি ইন্স্যুরেন্স ৬১ লাখ টাকা, সী পার্ল বিচ ৪০ লাখ টাকা, এওএল ৩৪ লাখ টাকা, আরডি ফুড ২১ লাখ টাকা, ইউনিক হোটেল ১৯ লাখ টাকা, মেট্রো স্পিনিং ১৯ লাখ টাকা এবং শাইনপুকুর ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ