1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে সিএসইতে পতনের চেয়ে উত্থান দেড়গুন বেশি

  • আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৪৩ কোটি ৭৮ লাখ টাকা। অপরদিকে বাজার মূলধন পরিমাণ বেড়েছে ১৬৮ কোটি টাকা। বেড়েছে প্রধান সূচক সিএএসপিআই। কোম্পানিরগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান দেড়গুন বেশি হয়েছে।

সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫১ হাজার ৪৮৭ কোটি ৫৫ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫১ হাজার ৩১৯ কোটি ৫৬ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৬৭ কোটি ৯৯ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৭০ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৫৬ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৭৮ লাখ টাকা। তালিকাভুক্ত ২৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির, দর কমেছে ৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৭১টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতনের তুলনায় উত্থান ১ দশমিক ৬০ গুন বেশি হয়েছে।

প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৪৯০ দশমিক ১৩ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৪ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ৩ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৫৬ পয়েন্টে, ১১ হাজার ৭৩ দশমিক ৬৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭১ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৯ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক ২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১৩ হাজার ৪৬১ দশমিক ৪৭ পয়েন্টে এবং ১ হাজার ৬৬৮ দশমিক ৪৯ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৭০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। এছাড়া বি ক্যাটাগরির ২০ শতাংশ এবং এন ক্যাটাগরির ১০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের শেয়ার। একাই ৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া বেক্সিমকোর ৫ কোটি ৪১ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের (এন ক্যাটাগরি) ৪ কোটি ৭২ লাখ টাকা, লার্ফাজ-হোলসিমের ৩ কোটি ৩২ লাখ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের (বি ক্যাটাগরি) ২ কোটি ৬৩ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ২ কোটি ৩৯ লাখ টাকা, আমরা নেটওয়ার্কসের ২ কোটি ১ লাখ টাকা, বিডি শিপিং কর্পোরেশনের ১ কোটি ৭২ লাখ টাকা, মেট্রো স্পিনিংয়ের (বি ক্যাটাগরি) ১ কোটি ৫৬ লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ