বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৭টির বা ১১ দশমিক ৬৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে সী পার্ল বিচের শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সী পার্ল বিচের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫০ দশমিক ৬০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১১ দশমিক ৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩৯ দশমিক ৩০ টাকা বা ১৫ দশমিক ৬৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ণ ব্যাংকের ১১ দশমিক ১৮ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৯ দশমিক ৮২ শতাংশ, নাভানা ফার্মার ৭ দশমিক ১৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১২ শতাংশ, মেঘনা পেটের ৭ দশমিক ১২ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৬ দশমিক ৪৮ শতাংশ, ইউনিক হোটেল ৬ দশমিক ৩৭ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৫ দশমিক ৯০ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬০ শতাংশের শেয়ার দর কমেছে।