সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির বা ২৯.১৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.১০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭৪.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৮০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আল-হাজ্জ টেক্সটাইল ৯.৯৭ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের ৯.৬২ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ৯.৫৮ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৪৩ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৭.৯২ শতাংশ, পেপার প্রসেসিং ৭.৭৪ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৬৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।