1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

নাভানা ফার্মা ও প্রগতি লাইফের অস্বাভাবিক দর বৃদ্ধি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানি দুটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, নাভানা ফার্মাসিউটিক্যালস ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি দুটির কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, নাভানা ফার্মার শেয়ার দর গত ২১ মে ছিল ৮০.৫০ টাকায়। যা ৩১ মে লেনদেন শেষে দাঁড়িয়েছে ১০৭.১০ টাকায়। অর্থাৎ গত ১০ দিনে শেয়ারটির দর বেড়েছে ২৬.৬০ টাকা বা ৩৩ শতাংশ।

অন্যদিকে প্রগতি লাইফের শেয়ার দর গত ২২ মে ছিল ১১৩.৩০ টাকায়। যা ৩১ মে লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৩৬.৩০ টাকায়। অর্থাৎ গত ৯ দিনে শেয়ারটির দর বেড়েছে ২৩ টাকা বা ২০ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ