1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
হেডলাইন :
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখা উদ্বোধন প্রিমিয়ার ব্যাংকের ঢাকা ইপিজেড শাখা এখন নতুন ঠিকানায় বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা

আইপিওর অর্থে উৎপাদন বাড়াতে চাই নাভানা ফার্মা

  • আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১২০ বার দেখা হয়েছে

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনছে। আইপিওতে ঘোষিত ভবন নির্মাণের পরিবর্তে ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৬তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আইপিওর অর্থ ব্যবহারের পরিকল্পনা পরিবর্তন সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের সম্মতি দরকার। তাদের মত জানতে আগামী ৩১ জুলাই কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ডেকেছে। শেয়ারহোল্ডারদের সম্মতি পেলেও সিদ্ধান্তটি কার্যকরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি প্রয়োজন হবে।

নাভানা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। এর মধ্যে ২৩ কোটি ২৪ লাখ টাকা নতুন জেনারেল প্রোডাকশন ভবন নির্মাণে ব্যয় করার কথা ছিল। কিন্তু কোম্পানিটি ভবন নির্মাণ না করে ইউনিট আধুনিকায়ন ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করবে জানিয়েছে।

ওই অর্থের মধ্যে এসভিপিও ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ১৩ কোটি ১১ লাখ টাকা, জেনারেল লিকুইড ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় ৪ কোটি ৬৮ লাখ টাকা, এনিমেল হেলথ ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ৫ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় করা হবে। এছাড়া কোম্পানির নিজস্ব তহবিল ২ কোটি ৩৩ লাখ টাকা দিয়ে পিডি ও কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে ব্যয় হবে।

ভবন নির্মাণ না করার যুক্তিতে কোম্পানিটি বলে, কোম্পানির বিভিন্ন ওষুধের চাহিদা দ্রুত বাড়ছে। ভবন নির্মাণের পর ওষুধ উৎপাদনে যেতে অনেক সময় লাগবে। এই বাস্তবতায় নতুন ভবন নির্মাণ না করে ফ্যাসিলিটিজগুলো সম্প্রসারণ লাভজনক হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ