1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হলেন ডেভিড ক্যামেরন

  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৭৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনকে স্বাগত জানিয়েছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বির অস্থিরতার সময়ে আন্তর্জাতিক পর্যায়ে তার (ডেভিড ক্যামেরন) অভিজ্ঞতা অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।

ডেভিড ক্যামেরন যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন থেরেসা মে। পরে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

২০১৬ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ডেভিড ক্যামেরন। তখন থেকে তিনি আর পার্লামেন্টের সদস্য নন।

এদিকে, সোমবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। পররাষ্ট্রমন্ত্রীর পদ ফাঁকা হওয়ায় সে পদে ডেভিড ক্যামেরনকে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ