আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। শুক্রবার এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।
জিএফজেড জানিয়েছে, জেনারেল সান্তোস সিটির কাছে মিন্দানাওর তীরে ৬০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এবং প্যাসিফিক সুনামিক ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে করোনাডাল শহরের পুলিশ প্রধান আমর মিও জানিয়েছেন, হতাহতের কোনো খবর নেই। তবে কর্মকর্তারা একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন।
আমর মিও টেলিফোনে বলেছেন, ‘স্থানীয় পুলিশের মতে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা এখনও তারা মাত্রা নিশ্চিত করতে পারিনি।’
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সির পরিচালক তেরেসিটো বাকলকল জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা ‘ধ্বংসাত্মক’, তাই ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।